Print Date & Time : 14 September 2025 Sunday 6:27 pm

ডিএসইতে সূচকের সামান্য উত্থান হলেও লেনদেনে বড় পতন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমলেও গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের ইতিবাচক প্রবণতা দেখা গেছে, তবে লেনদেন আগের দিনের তুলনায় ৪০৩ কোটি টাকা কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স তিন দশমিক ৮৪ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ বেড়ে সাত হাজার ৩৩১ দশমিক ৩৯ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক শূন্য দশমিক ৬৮ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য চার শতাংশ বেড়ে এক হাজার ৫৯৪ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ১২ দশমিক ৮৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৬ শতাংশ বেড়ে দুই হাজার ৭৭৮ দশমিক ১২ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে এদিন মোট ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ৭৫টির এবং কমেছে ২৬৯টির। বাকি ৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় দুই হাজার ৩৫২ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল দুই হাজার ৭৫৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ৪০৩ কোটি ১৬ লাখ টাকা।

ডিএসইতে এদিন ৪৮ কোটি ৫৬ লাখ ৮১ হাজার ৪৫৭টি শেয়ার তিন লাখ ২০ হাজার ৪৭৪ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে।

ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ২১৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর সাত টাকা ৬০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ওরিয়ন ফার্মা লিমিটেডের ১৯৫ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৯ টাকা ৪০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ১৩৯ কোটি ১৯ লাখ, জিপিএইচ ইস্পাত লিমিটেডের ৬৮ কোটি ১২ লাখ, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৬১ কোটি ৮৪ লাখ, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ৫০ কোটি ৩৫ লাখ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪০ কোটি ৮৪ লাখ, ইফাদ অটোস লিমিটেডের ৩৯ কোটি ২৫ লাখ, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ৩৭ কোটি ১১ লাখ এবং অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের ৩৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিকে ৯ দশমিক ৯০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল ওরিয়ন ফার্মা লিমিটেড। ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের আট দশমিক ৯৪ শতাংশ, শাইনপুুকর সিরামিকস লিমিটেডের আট দশমিক ৬৯ শতাংশ, জিপিএইচ ইস্পাত লিমিটেডের আট দশমিক ৬৮ শতাংশ, লাভেলো আইসক্রিমের আট দশমিক ৬৩ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের আট দশমিক শূন্য পাঁচ শতাংশ, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাত দশমিক ৯৩ শতাংশ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের সাত দশমিক ৭৪ শতাংশ, দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেডের ছয় দশমিক ৬৫ শতাংশ, এবং ইফাদ অটোস লিমিটেডের ছয় দশমিক ৬৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২৪ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ কমে ১২ হাজার ৮৭২ দশমিক ৫৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ দশমিক ৮৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ২১ হাজার ৪৩৩ দশমিক ২৭ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ৩১৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৭০টির, কমেছে ২১৮টির এবং ৩০টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে গতকাল ৮৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আর তার আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ১১৫ কোটি ৩৫ লাখ টাকার।