নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সব সূচক ইতিবাচক অবস্থানে থাকলেও দৈনিক গড় লেনদেন কমেছে ১৮ দশমিক ৪৫ শতাংশ। সেই সঙ্গে মোট লেনদেনও একই হারে কমেছে। তবে বাজার মূলধন বেড়েছে দশমিক ৬৫ শতাংশ। কমেছে বেশিরভাগ শেয়ারের দর। লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন সূচকের উত্থান হয়েছে। কমেছে মাত্র দুই কার্যদিবস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ইতিবাচক থাকার পাশাপাশি লেনদেন বেড়েছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৪৩০ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১২ দশমিক ৫৫ পয়েন্ট বা এক দশমিক শূন্য দুই শতাংশ বেড়ে এক হাজার ২৪৫ দশমিক ৮৩ পয়েন্টে পৌঁছায়। ডিএস ৩০ সূচক ৩০ দশমিক ৫২ পয়েন্ট বা এক দশমিক ৬১ শতাংশ বেড়ে এক হাজার ৯২৪ দশমিক ৯১ পয়েন্টে স্থির হয়। মোট ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ২৭২টির এবং অপরিবর্তিত ছিল ২৩ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি একটির। দৈনিক গড় লেনদেন হয় ৪২৩ কোটি ৭৪ লাখ ৭৩ হাজার ৬৭১ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৫১৯ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৬৫৭ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ৯৫ কোটি ৮৭ লাখ টাকা বা ১৮ দশমিক ৪৫ শতাংশ।
গেল সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় দুই হাজার ১১৮ কোটি ৭৩ লাখ ৬৮ হাজার ৩৫৬ টাকা। আগের সপ্তাহে যা ছিল দুই হাজার ৫৯৮ কোটি ১৩ লাখ ২৩ হাজার ২৮৪ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার কমেছে ৪৭৯ কোটি ৩৯ লাখ টাকা বা ১৮ দশমিক ৪৫ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বাজার মূলধন ছিল তিন লাখ ৯৭ হাজার ৮৭৬ কোটি ৮৭ লাখ ৭১ হাজার টাকা। শেষ কার্যদিবসে যার পরিমাণ ছিল চার লাখ ৪৫৭ কোটি ৮২ লাখ ১০ হাজার ৩৪৮ টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে দশমিক ৬৫ শতাংশ বা দুই হাজার ৫৮০ কোটি টাকা।
গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর ২৩ দশমিক ২৩ শতাংশ বেড়েছে। তালিকায় এর পরের অবস্থানগুলোতে থাকা রানার অটোমোবাইলের দর ১৯ দশমিক ১৮ শতাংশ, আনলিমা ইয়ার্নের দর ১০ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে। ন্যাশনাল পলিমারের দর ১০ দশমিক ৫২ শতাংশ এবং জেনেক্স ইনফোসিসের দর ৯ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে। এছাড়া বসুন্ধরা পেপার মিলেসের দর ৯ দশমিক ৩৮ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের দর আট দশমিক ৬৭ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির দর আট দশমিক ৪০ শতাংশ, ফাইন ফুডস লিমিটেডের দর আট দশমিক ৩৮ শতাংশ, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের দর সাত দশমিক ৫৯ শতাংশ বড়েছে।
অন্যদিকে ১৮ দশমিক ৪৪ শতাংশ কমে সাপ্তাহিক দরপতনের শীর্ষে অবস্থান করে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। ইস্টার্ন ইন্স্যুরেন্সের দর ১৭ দশমিক ৩২ শতাংশ, আলহাজ টেক্সটাইলের দর ১৬ দশমিক ৭৪ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের দর ১৪ দশমিক ৯৭ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের দর ১১ দশমিক ৫৫ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের দর ১১ দশমিক ৪৯ শতাংশ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের দর ১০ দশমিক ৩৮ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের দর ৯ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের দর আট দশমিক ৩৫ শতাংশ, নর্দান জেনারেল ইন্স্যুরেন্সের দর আট দশমিক ১৪ শতাংশ কমেছে।
ডিএসইতে টার্নওভারের দিক থেকে শীর্ষ ১০ কোম্পানি হলোÑ ইউনাইটেড পাওয়ার জেনারেশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি, জেএমআই সিরিঞ্জ, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, ফরচুন শুজ, জেনেক্স ইনফোসিস, ন্যাশনাল পলিমার, মুন্নু সিরামিক, ব্র্যাক ব্যাংক, গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দর।
সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএসসিএক্স বেড়েছে দশমিক ৭৪ শতাংশ। এছাড়া সিএএসপিআই সূচক বেড়েছে দশমিক ৭২ শতাংশ, সিএসই৫০ সূচক বেড়েছে এক দশমিক ৩৩ শতাংশ, সিএসআই সূচক এক দশমিক শূন্য সাত শতাংশ ও সিএসই৩০ সূচক এক দশমিক ১২ শতাংশ বেড়েছে।
সিএসইতে গেল সপ্তাহে টার্নওভারের পরিমাণ দাঁড়ায় ৩৭১ কোটি ৯৩ লাখ ৯১ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ১৮৩ কোটি টাকা। লেনদেন বেড়েছে ১৮৮ কোটি ৮৯ লাখ টাকা।
৩০ দশমিক ৬১ শতাংশ বেড়ে সিএসইতে সাপ্তাহিক টপ টেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। রানার অটোমোবাইলের দর ১৭ দশমিক ৮৮ শতাংশ, এনসিসি বিএল মিউচুয়াল ফান্ডের দর ১৬ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। এরপরের অবস্থানগুলোতে ছিল এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, বিচ হ্যাচারি, এমারাল্ড অয়েল, ন্যাশনাল পলিমার, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আনলিমা ইয়ার্ন।
অন্যদিকে টপ টেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি। এরপরের অবস্থানগুলোতে ছিল আইপিডিসি ফাইন্যান্স, পিপলস ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, তোসরিফা ইন্ডাস্ট্রিজ, সোনারবাংলা ইন্স্যুরেন্স, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার লিজিং, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স।
সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো স্কয়ার ফার্মা, ব্যাংক এশিয়া, গ্রামীণফোন, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সিঙ্গার বাংলাদেশ, পূবালী ব্যাংক লিমিটেড ও ম্যারিকো বাংলাদেশ।
