নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের মতো গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থান দেখা গেছে; একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ বেড়ে ছয় হাজার ২৪৪ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৯২ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৭ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৬৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ বেড়ে দুই হাজার ১১৪ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৯১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪৯ কোটি এক লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১৪২ কোটি ৭৭ লাখ টাকা বেড়েছে। এদিন ১২ কোটি ৩৫ লাখ ৩১ হাজার ৬৬০টি শেয়ার এক লাখ ৫০ হাজার ২৮৯ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩২৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত ছিল ১৬৯টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। কোম্পানিটির ২৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২৪ কোটি ৪৩ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১৮ কোটি ৯২ লাখ, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ১৮ কোটি ৫ লাখ, ইয়াকিন পলিমার লিমিটেডের ১৫ কোটি ৯৭ লাখ, প্যাসিফিক ডেনিমস লিমিটেডের ১৪ কোটি ৮১ লাখ, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ কোটি ৩৫ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১১ কোটি ২ লাখ, ফু-ওয়াং ফুড লিমিটেডের ১০ কোটি ৪১ লাখ এবং মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গতকাল ৯ দশমিক ৯৫ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে বাংলাদেশ অটোকারস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৯ দশমিক ৮৩ শতাংশ, দেশবন্ধু পলিমার লিমিটেডের ৯ দশমিক ৭৩ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ দশমিক ৫৫ শতাংশ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৮ দশমিক ৮৬ শতাংশ, প্যাসিফিক ডেনিমস লিমিটেডের ৬ দশমিক ৬৭ শতাংশ, রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৩৪ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৯২ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৮৮ শতাংশ এবং লিবরা ইনফিউশনস লিমিটেডের ৫ দশমিক ৬০ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৮ দশমিক ৪৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ বেড়ে ১১ হাজার ৭০ দশমিক ৬৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩০ দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ বেড়ে ১৮ হাজার ৫১১ দশমিক ৯০ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬১টির এবং কমেছে ২৯টির এবং অপরিবর্তিত ছিল ১২৫টির দর। সিএসইতে গতকাল মোট ১৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১১ কোটি ৩০ লাখ টাকার।