ডিএসইতে সূচক উত্থান, লেনদেন বেড়েছে ২৫২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর বাড়ার পাশাপাশি সূচকের উত্থান দেখা গেছে। একইসঙ্গে ২৫২ কোটি টাকা বেড়ে লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। এদিন মোট ৩৫৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে ১৯২টির এবং কমেছে ৫৪টির। বাকি ১১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গত সোমবার ডিএসইতে লেনদেন হয় ৬৩৪ কোটি ৬৮ লাখ ১৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮২ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন বেড়েছে ২৫২ কোটি ১৩ লাখ টাকা। এদিন ১৭ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৪০৬টি শেয়ার এক লাখ ৩৫ হাজার ৭৮৫ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচক উত্থান-পতনের চিত্র দেখা গেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ১৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৪ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৩৭৩ দশমিক ১৭ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক দুই দশমিক ৬২ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ বেড়ে এক হাজার ২২১ দশমিক শূন্য আট পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ১৪ দশমিক ৪৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে দুই হাজার ৩৬ দশমিক ৬২ পয়েন্টে স্থির হয়। সোমবার ডিএসইর বাজার মূলধন দুই হাজার ৫৪৯ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৬৩ হাজার ৮৯৪ কোটি ১১ লাখ ৫৩ হাজার টাকায়।

গত সোমবার টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১০১ কোটি ৬২ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর তিন টাকা ৯০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫৫ কোটি আট লাখ ৭৫ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৯০ পয়সা বেড়েছে। রবি আজিয়াটা লিমিটেডের ৩০ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারদর এক টাকা ৫০ পয়সা বেড়েছে। এর পরের অবস্থানগুলোয় থাকা লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ২৬ কোটি তিন লাখ ৯ হাজার টাকার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২২ কোটি ৭০ লাখ ৭৬ হাজার টাকার, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ২১ কোটি চার লাখ ৬৫ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৮ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৬ কোটি ৯৮ লাখ, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ১৩ কোটি ২৮ লাখ চার হাজার টাকার এবং প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ১১ কোটি ৭৫ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

৫০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এসইএমএল আইবিবিএল মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৭৫ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৬২ শতাংশ, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৯ দশমিক ১৭ শতাংশ, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৯ দশমিক শূন্য ৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আট দশমিক ৬৩ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের আট দশমিক ২১ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের সাত দশমিক ৮১ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের সাত দশমিক ৫০ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সাত দশমিক ২৭ শতাংশ শেয়ারদর বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৫১ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৯০ দশমিক ২৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৮৭ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৬৬ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১২৪টির, কমেছে ৫১টির এবং ৬২টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৬০ লাখ ৫৭ হাজার ৮৬৫ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৮ কোটি ২৩ লাখ ৮৫ হাজার ৫৩৪ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ১২ কোটি ৩৬ লাখ ৭২ হাজার টাকা।