নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স, ডিএসইএস বা শরিয়াহ্ সূচক, ডিএস৩০ সূচকের পাশাপাশি বাজার মূলধনের নতুন রেকর্ড হয়েছে। এর আগের কার্যদিবসেও রেকর্ড অবস্থানে ছিল। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইএক্স ২০ দশমিক ১৮ পয়েন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে ছয় হাজার ৮৬২ দশমিক ৪১ পয়েন্টে পৌঁছায়, যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ। আর ডিএসইএস বা শরিয়াহ্ সূচক সাত দশমিক ৬০ পয়েন্ট বা শূন্য দশমিক ৫১ শতাংশ বেড়ে এক হাজার ৪৮৭ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক আট দশমিক শূন্য পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক ৩২ শতাংশ বেড়ে দুই হাজার ৪৫৯ দশমিক ৯৪ পয়েন্টে স্থির হয়, যা কিনা ডিএসইতে সর্বোচ্চ অবস্থান। এক হাজার ৯৩১ কোটি টাকা বেড়ে গতকাল বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৬ হাজার ৩৭০ কোটি টাকায়, যা ডিএসইতে সর্বোচ্চ।
ডিএসইতে এদিন মোট ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৬৬টির এবং কমেছে ১৮৩টির। বাকি ২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় দুই হাজার ৭৭৪ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল দুই হাজার ৭০৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন বেড়েছে ৬৮ কোটি ৪৯ লাখ টাকা।
ডিএসইতে এদিন ৮৪ কোটি ২৯ লাখ ৭৩ হাজার ৩৭৯টি শেয়ার তিন লাখ ৭৯ হাজার ৬৫৯ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে।
ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১৩০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর দুই টাকা ৫০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ১০৩ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর তিন টাকা ৪০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৬১ কোটি ৭৫ লাখ, আইএফআইসি ব্যাংকের ৫২ কোটি ৪৯ লাখ, লংকাবাংলা ফাইন্যান্সের ৪৯ কোটি ছয় লাখ, ন্যাশনাল ব্যাংকের ৪২ কোটি ২৪ লাখ, ফরচুন শুজের ৪১ কোটি ৯৫ লাখ, রিং শাইন টেক্সটাইলের ৪০ কোটি ২৯ লাখ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩৮ কোটি ১১ লাখ এবং সামিট পাওয়ার লিমিটেডের ৩৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
এদিকে ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৯ দশমিক ৮৪ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৪২ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৩৫ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ২২ শতাংশ, সুহƒদ ইন্ডাস্ট্রিজের সাত দশমিক ৭৫ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাত দশমিক ২৭ শতাংশ, ফরচুন শুজের সাত দশমিক ২৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৪৬ দশমিক ৮০ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ বেড়ে ১১ হাজার ৯৮৯ দশমিক ১১ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ দশমিক ৩৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৭ শতাংশ বেড়ে ১৯ হাজার ৯৯৬ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ৩৩০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৪৬টির এবং ৩০টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ১০১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০০ কোটি আট লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।