নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে ধারাবাহিকভাবে বড় পতনের পর চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর বাড়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনে বড় উত্থান হয়েছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে একই চিত্র দেখা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৫৫ দশমিক ৭৩ পয়েন্ট বা ২ দশমিক ৪০ শতাংশ বেড়ে ৬ হাজার ৬৩০ দশমিক ৪৭ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৩০ দশমিক ৩৯ পয়েন্ট বা ২ দশমিক ১৭ শতাংশ বেড়ে এক হাজার ৪২৯ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৪১ দশমিক ৫২ পয়েন্ট বা ১ দশমিক ৭৪ শতাংশ বেড়ে দুই হাজার ৪১৫ দশমিক ৫৯ পয়েন্টে স্থির হয়।
ডিএসইতে এদিন মোট ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ৩৬৫টির এবং কমেছে ৩টির। বাকি ১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৭৭৩ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৪৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন বেড়েছে ২৬ কোটি ৯২ লাখ টাকা।
ডিএসইতে এদিন ২০ কোটি ৫২ লাখ ৭২ হাজার ৭৭৪টি শেয়ার ১ লাখ ৬৯ হাজার ৯২৫ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের চিত্র দেখা গেছে।
ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৪০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ২ টাকা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৯ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর আট টাকা ২০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন শুজ লিমিটেডের ২৫ কোটি ৬৫ লাখ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেডের ১৫ কোটি ৭৪ লাখ, ওরিয়ন ফার্মার ১৪ কোটি ৬৬ লাখ, ব্র্যাক ব্যাংক লিমিটেডের ১৩ কোটি ২৩ লাখ, একমি পেস্টিসাইডস লিমিটেডের ১২ কোটি ৩৮ লাখ, অগ্নি সিস্টেমস লিমিটেডের ১২ কোটি ২২ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশের লিমিটেডের ১২ কোটি ১৩ লাখ এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি ১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
এদিকে ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯৩ শতাংশ, বিডি থাই ফুড লিমিটেডের ৯ দশমিক ৮৮ শতাংশ, বিডিকম অনলাইন লিমিটেডের ৯ দশমিক ৮৫ শতাংশ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ৯ দশমিক ৬৭ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৬৬ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৬৫ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৫৭ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৫৫ শতাংশ এবং জেনক্স ইনফোসিস লিমিটেডের ৯ দশমিক ৪৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২২৬ দশমিক ৮০ পয়েন্ট বা ১ দশমিক ৯৮ শতাংশ বেড়ে ১১ হাজার ৬৪০ দশমিক ৯৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩৮২ দশমিক ৪৭ পয়েন্ট বা ২ দশমিক ০১ শতাংশ বেড়ে ১৯ হাজার ৪০০ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ২৫০টির, কমেছে ৩২টির এবং ১১টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইসিতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৫ লাখ টাকার এবং আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২ কোটি ২ লাখ টাকার।