ডিএসইতে সূচক ও লেনদেন উত্থানের ধারা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারদর বাড়ায় ডিএসইতে সূচকের উত্থান দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৫৭ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ বেড়ে পাঁচ হাজার ২৩৪ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ বেড়ে এক হাজার ১৬৯ দশমিক ১০ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৪৪ পয়েন্ট বা শূন্য দশমিক ২৮ শতাংশ বেড়ে এক হাজার ৯২৬ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫৪৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৮৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৫৬ কোটি ৭০ লাখ টাকা বেড়েছে। এদিন ২৩ কোটি ২৪ লাখ ৫০ হাজার ৮৪১টি শেয়ার এক লাখ ৬৬ হাজার ৭৫৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৫৩টির ও অপরিবর্তিত ছিল ৭২টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। কোম্পানিটির ১৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বীচ হ্যাচারি লিমিটেডের ১৫ কোটি ১৮ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১২ কোটি ৩৭ লাখ, ফু-ওয়াং ফুড লিমিটেডের ১১ কোটি ৭৬ লাখ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ১০ কোটি ৮১ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৯ কোটি ৯২ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৯ কোটি ৮৩ লাখ, কাট্টলী টেক্সটাইল লিমিটেডের ৯ কোটি ৫৭ লাখ, অগ্নি সিস্টেমস লিমিটেডের ৯ কোটি ৪০ লাখ এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ কোটি ০৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৯ দশমিক ৮৩ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে কাট্টলী টেক্সটাইল লিমিটেড। এর পরের অবস্থানে থাকা বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৯ দশমিক ৮২ শতাংশ, দেশবন্ধু পলিমার লিমিটেডের ৯ দশমিক ৭৯ শতাংশ, সন্ধানী ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৬৭ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ৯ দশমিক ৪৬ শতাংশ, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৯ দশমিক ৩৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৯ দশমিক ৩১ শতাংশ, মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের ৮ দশমিক ৯০ শতাংশ, জাহিন স্পিনিং মিলস লিমিটেডের ৬ দশমিক ০৯ শতাংশ এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ দশমিক ৮৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৩৮ দশমিক ৯৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৪ শতাংশ বেড়ে ৮ হাজার ৮৪২ দশমিক ৮৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ দশমিক ৬২ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ বেড়ে ১৪ হাজার ৫৭০ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২০৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৩১ কোটি ৫০ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৮৫ লাখ টাকার।

সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসা গ্রামীণফোন লিমিটেডের ২০ কোটি ৩৪ লাখ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ কোটি ৯৪ লাখ, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ১ কোটি ৬১ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১ কোটি ৮ লাখ, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ১ কোটি ৩ লাখ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ৪২ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৪২ লাখ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ৩৮ লাখ, রবি আজিয়াটা পিএলসির ১৫ লাখ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।