ডিএসইতে সূচক ও লেনদেন উত্থানের ধারা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের মতো গতকালও সূচকের উত্থান দেখা গেছে। একই সঙ্গে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ২৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ বেড়ে ছয় হাজার ৩১৯ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ২৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭২ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৬৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ বেড়ে দুই হাজার ১৮৭ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৭৮৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১৫৫ কোটি ৭০ লাখ টাকা বেড়েছে। এদিন ১৮ কোটি ৫১ লাখ ৩০ হাজার ৩০৩টি শেয়ার ১ লাখ ৬৪ হাজার ২৪ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৬৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত ছিল ১৯০টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে জেমিনি সি ফুড লিমিটেড। কোম্পানিটির ২২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৪ কোটি ৭০ লাখ, আইটি কনসালট্যান্টস লিমিটেডের ১৪ কোটি ৫৫ লাখ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৪ কোটি ২৭ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১৩ কোটি ৯১ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ কোটি ৯৬ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ কোটি ৬৭ লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১২ কোটি ৩০ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১২ কোটি ১৪ লাখ এবং জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১২ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ১০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেড। এরপরের অবস্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৫৫ শতাংশ, জাহিন স্পিনিং লিমিটেডের ৭ দশমিক ৮৪ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ৭ দশমিক ৪৭ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ৬ দশমিক ৬৬ শতাংশ, মেট্রো স্পিনিং লিমিটেডের ৬ দশমিক ৬০ শতাংশ, এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ৬ দশমিক ০৯ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ৬ দশমিক ০২ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৫ দশমিক ৩৮ শতাংশ, আইটি কনসালট্যান্টস লিমিটেডের ৪ দশমিক ৪৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৭ দশমিক ০২ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে ১১ হাজার ১৫৪ দশমিক ৫৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৯ দশমিক ০৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে ১৮ হাজার ৬৫৭ দশমিক ৩৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত ছিল ১০৮টির দর। সিএসইতে গতকাল মোট ৩২০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৫৩০ কোটি ৬৫ লাখ টাকার।