নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারদর কমায় ডিএসইতে সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ৯৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৯ শতাংশ কমে ৪ হাজার ৮৩৫ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ দশমিক ৩৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৭ শতাংশ কমে ১ হাজার ৫৩ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ৬০ পয়েন্ট বা শূন্য দশমিক ৪২ শতাংশ কমে ১ হাজার ৭৯১ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ২৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৪৯ কোটি ৭৬ লাখ টাকা কমেছে। এদিন ১৫ কোটি ৮৭ লাখ ১৪ হাজার ২১৬টি শেয়ার ১ লাখ ৭ হাজার ৮২০ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ২৯২টির ও অপরিবর্তিত ছিল ৪৬টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসা বীচ হ্যাচারি লিমিটেডের ১৫ কোটি ৭৪ লাখ, এনআরবি ব্যাংক পিএলসির ১১ কোটি ৯৩ লাখ, মাগুরা মাল্টিকমপ্লেক্স পিএলসির ১০ কোটি ৯১ লাখ, ব্র্যাক ব্যাংক পিএলসির ১০ কোটি ৫ লাখ, ব্র্যাক ব্যাংক পিএলসির ১১ কোটি ৩১ লাখ, বারকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ৯ কোটি ৩৪ লাখ এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা সিটি ব্যাংক পিএলসির ৭ কোটি ২৫ লাখ, ফাইন ফুডস লিমিটেডের ৭ কোটি ১৯ লাখ, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের ৫ কোটি ৭৩ লাখ এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ৯ দশমিক ৯০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে সিটি ইন্স্যুরেন্স পিএলসি। এর পরের অবস্থানে থাকা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৭ দশমিক ৫০ শতাংশ, মাগুরা মাল্টিকমপ্লেক্স পিএলসির ৫ দশমিক ৯৮ শতাংশ, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের ৫ দশমিক ৭৬ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ২ দশমিক ৬৪ শতাংশ, ফাইন ফুডস লিমিটেডের ২ দশমিক ৬৩ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ দশমিক ৫০ শতাংশ, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ১ দশমিক ৯৩ শতাংশ, বারাকা পাওয়ার লিমিটেডের ১ দশমিক ৮১ শতাংশ এবং রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের ১ দশমিক ৪৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৩৮ দশমিক ৮০ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৬ শতাংশ কমে ৮ হাজার ৩২২ দশমিক ৪৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৭১ দশমিক ৪৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫২ শতাংশ কমে ১৩ হাজার ৬১৪ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৯৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১১ কোটি ২২ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৬৭ লাখ টাকার।
সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসা ক্রাউন সিমেন্ট পিএলসির ৩ কোটি ২৮ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ কোটি ৭১ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১ কোটি ২৬ লাখ, এনআরবি ব্যাংক পিএলসির ৫৬ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৪৫ লাখ, এসইএমএল লেকচার ইকুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ২৮ লাখ, রবি আজিয়াটা পিএলসির ২৩ লাখ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ২১ লাখ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১২ লাখ এবং আইএফআইসি ব্যাংক পিএলসির ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।