ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম দিন গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। বেড়েছে ৫৩ শতাংশ শেয়ারের দর। লেনদেনের প্রথম এক ঘণ্টায় সূচক ৫১ পয়েন্ট বেড়ে যায়। তবে বেশি সময় স্থায়ী হয়নি। দুপুর ১২টার পর বিক্রির চাপ বেড়ে গেলে সূচকের পতন শুরু হয়। শেষ পর্যন্ত সাড়ে ১২ পয়েন্ট ইতিবাচক থেকে লেনদেন শেষ হয়। অন্যদিকে সিএসইতে সূচক ও বেশিরভাগ শেয়ারের দরবৃদ্ধির পাশাপাশি লেনদেনও বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৮৮৩ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক এক দশমিক ৩২ পয়েন্ট বা দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে এক হাজার ৩৭৩ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক তিন দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ বেড়ে দুই হাজার ১৭২ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন বেড়ে চার লাখ আট হাজার ৪৯০ কোটি ৮১ লাখ ৩৮ হাজার টাকা হয়। ডিএসইতে গতকাল লেনদেন হয় ৩৬৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন লেনদেন হয় ৪২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন কমেছে ৫৮ কোটি ৮৬ লাখ টাকা। এদিন ৯ কোটি ৬৮ লাখ সাত হাজার ১৮৫টি শেয়ার ৯৫ হাজার ৯০৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত ছিল ৪৭টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ন্যাশনাল টিউবস। ১৩ কোটি টাকায় ৯ লাখ ৪০ হাজার ৭৪১টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর তিন টাকা ৭০ পয়সা বেড়েছে। এর পরের অবস্থানে ছিল ইফাদ অটোস, অ্যাপেক্স ফুডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফিনিক্স ফিন্যান্স, মুন্নু সিরামিক, আমরা নেট, কেয়া কসমেটিকস, লংকাবাংলা ফিন্যান্স ও আলিফ ইন্ডাস্ট্রিজ। সর্বোচ্চ সংখ্যক শেয়ার লেনদেনকারী কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে আসে আলিফ ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ৭৮ লাখ ২৩ হাজার ৫৩৯টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৪০ পয়সা কমেছে। এর পরের অবস্থানে ছিল কেয়া কসমেটিকস, ফু ওয়াং ফুড, ফিনিক্স ফিন্যান্স, লংকাবাংলা ফিন্যান্স, ফরচুন সুজ, মার্কেন্টাইল ব্যাংক, জেনারেশন নেক্সট, আল-আরাফা ব্যাংক ও এনবিএল।

সাত দশমিক ৫৮ শতাংশ দর বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে এপেক্স ফুড। এরপর সাত দশমিক ৪৮ শতাংশ দর বাড়ে রূপালী ইন্সুরেনেসর। এশিয়া ইন্সুরেন্সের দর ছয় দশমিক ৪৬ শতাংশ, উসমানিয়া গ্লাসের দর ছয় দশমিক শূন্য দুই শতাংশ বাড়ে। ডেল্টা লাইফের দর বাড়ে চার দশমিক ৬৭ শতাংশ।

অন্যদিকে ৯ দশমিক ৬৭ শতাংশ দর কমে পতনের শীর্ষে চলে আসে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। এরপর তিন দশমিক ৭৯ শতাংশ দর কমে বিজিআইসির। আলিফ ইন্ডাস্ট্রিজের দর তিন দশমিক ৭৩ শতাংশ কমেছে। সানলাইফ ইন্সুরেন্সের দর তিন দশমিক ৬১ শতাংশ, মেঘনা পিইটির দর তিন দশমিক ৪৭ শতাংশ কমেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৫৭ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৬৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৯৩ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ১৭২ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির। কমেছে ৫৩টির। অপরিবর্তিত ছিল ৩৪টির দর।সিএসইতে এদিন ১৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ২ কোটি ২৭ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল ড্রাগন সোয়েটার। কোম্পানিটির প্রায় এক কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এছাড়া ঢাকা ব্যাংকের ৯৭ লাখ টাকার, কেয়া কসমেটিকসের ৯২ লাখ, বিবিএস কেব্লসের ৮৪ লাখ, লংকাবাংলা ফিন্যান্সের ৭৭ লাখ, লাফার্জ হোলসিম বাংলাদেশের ৫৮ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫৭ লাখ, ফু ওয়াং ফুডের ৪৭ লাখ ও উসমানিয়া গ্লাসের ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।