Print Date & Time : 10 September 2025 Wednesday 11:59 am

ডিএসই’র ডেটা বিক্রি করবে এসসিএল

নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী পুঁজিবাজার-সংশ্লিষ্ট সব তথ্য সরবরাহের লক্ষ্যে ক্যামব্রিজ অ্যানালাইটিকার মূল প্রতিষ্ঠান ডেটা ভেন্ডর কোম্পানি স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ল্যাবরেটরিসের (এসসিএল) সঙ্গে ডেটা বিজনেসবিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গত সোমবার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া ও এসসিএলের ব্যবস্থাপনা পরিচালক সোলোয়া চাকরি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, ডিএসসি থেকে প্রকাশিত বিভিন্ন ডেটা বিশ্বব্যাপী বিক্রির দায়িত্ব পালন করবে এসসিএল।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ডিএসই’র চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, পরিচালক মো. শাকিল রিজভী, মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুর রহমান, উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূঁইয়া, সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন ও ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন।