নিজস্ব প্রতিবেদক: উভয় পুঁজিবাজারের লেনদেন গতকাল সোমবার ব্যাপক বেড়েছে। উভয় স্টক এক্সচেঞ্জ মিলে লেনদেন বেড়েছে প্রায় ২১৩ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ১২ পয়েন্ট বেড়ে আগের দিনের রেকর্ড উচ্চতা ছাড়িয়ে যায়। গতকাল শরিয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসইর শরিয়াহ সূচক রেকর্ড উচ্চতায় পৌঁছায়। তবে ডিএসই৩০ সূচক গতকাল কমেছে। বাজার মূলধনও আগের দিনের তুলনায় কমেছে। তবে বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। গতকাল লেনদেনের শুরুতে সূচক কিছুটা বেড়ে সামান্য ওঠানামা করে লেনদেন শেষ হয়। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচক ইতিবাচক হওয়ার পাশাপাশি বেশিরভাগ শেয়ারের দর ও লেনদেন বৃদ্ধি পায়।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গতকাল ১২ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ বেড়ে ছয় হাজার ৩১৯ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করে, যা সূচকটির সর্বোচ্চ অবস্থান। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯ দশমিক ৪৫ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ বেড়ে এক হাজার ৩৯২ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করে। এটিও সূচকটির সর্বোচ্চ অবস্থান। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ কমে দুই হাজার ২৮৬ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন কমে চার লাখ ২৫ হাজার ৪১২ কোটি ১৭ লাখ টাকা হয়।
ডিএসইতে গতকাল লেনদেন হয় এক হাজার ১৫৮ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন লেনদেন হয় ৯৭০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৮৭ কোটি ৭০ লাখ টাকা। এদিন ৩৩ কোটি ৪৪ লাখ ৯৮ হাজার ৪৯২টি শেয়ার এক লাখ ৬২ হাজার ১৪৪ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৬১টির, অপরিবর্তিত ছিল ৩৬টির দর।
টাকার অঙ্কে ও শেয়ারসংখ্যায় লেনদেনের শীর্ষে উঠে আসে এবি ব্যাংক। ৮৫ কোটি টাকায় কোম্পানিটির তিন কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৯০১টি শেয়ার লেনদেন হয়। গতকাল শেয়ারটির দর এক টাকা ৬০ পয়সা বেড়েছে। এরপরের অবস্থানে থাকা লংকাবাংলার ৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এরপরের অবস্থানগুলোয় ছিল ঢাকা ব্যাংক, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এফএএস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আইডিএলসি। সর্বোচ্চ সংখ্যক শেয়ার লেনদেনকারী কোম্পানিগুলোর মধ্যে এবি ব্যাংকের পরের অবস্থানে ছিল ঢাকা ব্যাংক, এফএএস ফাইন্যান্স, শাহ্জালাল ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স, আইসিবি ইসলামিক ব্যাংক, এনবিএল ও বিডি ফাইন্যান্স।
মিথুন নিটিংয়ের দর ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়ে বৃদ্ধির শীর্ষে উঠে আসে। এরপর ৮ দশমিক ৭৪ শতাংশ বাড়ে জেমিনি সি ফুডের। এফএএস ফাইন্যান্সের দর আট দশমিক ১৪ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের দর সাত দশমিক ৬০ শতাংশ ও এবি ব্যাংকের দর বেড়েছে সাত দশমিক ১৪ শতাংশ।
অন্যদিকে ১২ দশমিক ৩৮ শতাংশ কমে পতনের শীর্ষে উঠে আসে প্যাসিফিক ডেনিম। ৯ দশমিক ৯০ শতাংশ কমেছে ডেল্টা স্পিনার্সের। খান ব্রাদার্স পিপি ১২ দশমিক ৩৮ শতাংশ ও অলিম্পিক অ্যাকসেসরিস সাত দশমিক ৪৭ শতাংশ, ইমাম বাটনের দর ছয় দশমিক ৫৫ শতাংশ কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স মূল্যসূচক চার দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৩৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১০ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৫৪৮ পয়েন্টে অবস্থান করে। গতকাল দিনজুড়ে ২৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১০৮টির দর বেড়েছে, কমেছে ১২০টির, অপরিবর্তিত ছিল ২৫টির দর।
সিএসইতে এদিন ৬৮ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৪ কোটি আট লাখ ২১ হাজার টাকার শেয়ার। সিএসইতে লেনদেন বেড়েছে ২৪ কোটি ৯০ লাখ টাকা। সিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে আইডিএলসির ১০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এবি ব্যাংক পাঁচ কোটি ৬৮ লাখ টাকার, স্কয়ার ফার্মা চার কোটি ৯০ লাখ, ঢাকা ব্যাংক চার কোটি ১২ লাখ টাকার, লংকাবাংলা দুই কোটি ৫৬ লাখ, এনবিএল এক কোটি ৭৮ লাখ, বিডি ফাইন্যান্স এক কোটি ৭৭ লাখ, ব্র্যাক ব্যাংক এক কোটি ৭০ লাখ, সিটি ব্যাংক এক কোটি ৬২ লাখ ও গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর এক কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।