নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক নির্বাচনে জয়ী হয়েছেন জাহান সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান ও শাকিল রিজভী স্টকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী।
গতকাল রাজধানীর মতিঝিলে ডিএসই’র পুরোনো ভবনে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা শেষে জয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে মোট ২৫৯ ভোটারের মধ্যে থেকে ১৭৮ জন ভোট দেন। তবে আটজনের ভোট বাতিল হয়, বাকি ১৭০ জনের ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে ১৪৯ ভোট পেয়ে মোহাম্মদ শাহাজান ও ১৩৩ ভোট পেয়ে মো. শাকিল রিজভী পরিচালক হিসেবে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শামীম আফজাল পান ৫৬ ভোট।
ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক শরীফ আতাউর রহমান এবং মো. হানিফ ভূইয়ার পরিচালক পদ শূন্য হওয়ায় এ ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মো. আবদুস সামাদ নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ডিএসই’র ট্রেকহোল্ডার মনজুর উদ্দিন আহমেদ ও হারুনুর রশিদ।