Print Date & Time : 15 September 2025 Monday 3:44 pm

ডিএসইর লেনদেনে উত্থান, ছয় হাজার ১৯ পয়েন্টে দাঁড়িয়েছে সূচক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের উত্থান দেখা গেছে। একইসঙ্গে সূচক আগের কার্যদিবসের তুলনায় ২৫ পয়েন্ট বেড়ে ছয় হাজার ১৯ পয়েন্টে দাঁড়িয়েছে, যা গত প্রায় ৪০ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি ডিএসইএক্স ছয় হাজার ৫০ পয়েন্টে অবস্থান করে। তবে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে (রোববার)

ডিএসইএক্স ছয় হাজার পয়েন্ট ছাড়ায়। তবে এর পরের দুই কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা দেখা যায় এবং সূচক ছয় পয়েন্টের নিচে নেমে আসে।

এদিন মোট ৩৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৬৪টির এবং কমেছে ১৪৬টির। বাকি ৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় দুই হাজার ২৮৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৯০৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন বেড়েছে ৩৮৩ কোটি ৮০ লাখ টাকা। এদিন ৭০ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ৫৪৯টি শেয়ার তিন লাখ চার হাজার ৫৮৮ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরুতে সূচকের গতি নি¤œমুখী থাকলেও বিক্রির চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের উত্থান হতে থাকে এবং লেনদেনের শেষ সময় পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৪২ শতাংশ বেড়ে ছয় হাজার ১৯ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক শূন্য দশমিক ৪৪ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য তিন শতাংশ বেড়ে এক হাজার ২৮৪ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক এক দশমিক ৬৯ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য সাত শতাংশ বেড়ে দুই হাজার ১৯৫ দশমিক ৩৩ পয়েন্টে স্থির হয়। গতকাল ডিএসইর বাজার মূলধন এক হাজার ৫৮ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ পাঁচ হাজার ২২৫ কোটি টাকায়।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। কোম্পানিটির ৮৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় অবস্থানে থাকা ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ৬৯ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৫৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

১৯ দশমিক ৩৬ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড। জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ১০ শতাংশ, প্যাসিফিক ডেনিমস লিমিটেডের ১০ শতাংশ, ফরচুন শুজ লিমিটেডের ৯ দশমিক ৭২ শতাংশ,  শাশা ডেনিমস লিমিটেড ৯ দশমিক ৫৯ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৫৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৪০ দশমিক ১১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১০ হাজার ৫১৩ দশমিক শূন্য এক পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৬৬ দশমিক ৯১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১৭ হাজার ৪৪২ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ৩০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১২১টির এবং ৪১টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ৬১ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯২ কোটি ৩৭ লাখ ৬১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন কমেছে ৩১ কোটি এক লাখ ৮৩ হাজার টাকা।