Print Date & Time : 17 August 2025 Sunday 7:35 pm

ডিএসই: লেনদেন কমেছে ২৫৫ কোটি ৩৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার) লেনদেন কমার মধ্য দিয়ে কার্যদিবস শেষ হয়।

তথ্যানুযায়ী, দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় দুই দশমিক ৬৩ পয়েন্ট কমে পাঁচ হাজার ৬১৮ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করছে। দিনজুড়ে ডিএসইতে ৩২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে ১০৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর বিপরীতে কমেছে ১৯৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। দিনশেষে অপরিবর্তিত ছিলো ২৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

ডিএসইতে এক হাজার ২৬৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যার পরিমাণ আগের দিন ছিল এক হাজার ৫২৪ কোটি ৯৩ লাখ  টাকা। সেই হিসেবে লেনদেন কমেছে ২৫৫ কোটি ৩৩ লাখ টাকা।