নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে (বুধবার) সব ধরনের সূচকের উত্থানের মধ্য দিয়ে কার্যদিবস শেষ হয়।
দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৭ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৬৪৯ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক এক দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৯ দশমিক ১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক নয় দশমিক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৪০ দশমিক ৯৯ পয়েন্টে।
দিনজুড়ে ডিএসইতে ৩৩০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে ১১৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর বিপরীতে কমেছে ১৭৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। দিনশেষে অপরিবর্তিত ছিলো ৪১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
ডিএসইতে এক হাজার ৩০২ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যার পরিমাণ আগের দিন ছিল এক হাজার ১২৭ কোটি ৫৬ লাখ টাকা। সেই হিসেবে লেনদেন বেড়েছে ১৭৪ কোটি ৫৫ লাখ টাকা।
দিনশেষে ডিএসইতে সবচেয়ে বেশী লেনদেন হয়েছে কেয়া কসমেটিকসের শেয়ার। দিনজুড়ে কোম্পানিটির দুই কোটি ৮০ লাখ শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনে এর পরের অবস্থানে ছিলো সিটি ব্যাংক, বিডি থাই অ্যালুমিনিয়াম, ইসলামীক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, লংকাবাংলা ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সোস্যাল ইসলামী ব্যাংক, সেন্ট্রাল ফার্মা এবং ওয়ান ব্যাংক।




