Print Date & Time : 28 August 2025 Thursday 6:25 am

ডিএসই: সপ্তাহজুড়ে লেনদেন বেড়েছে এক হাজার ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকা  

নিজস্ব প্রতিবেদক: বছরের প্রথম সপ্তাহে লেনদেনের পরিমান বৃদ্ধি পেয়েছে ৪৬.১৯ শতাংশ। সেই সাথে বেড়েছে সব ধরনের মূল্য সূচক । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে লেনদেন হয়েছিলো ছয় হাজার ২৮৭ কোটি ৫৫ লাখ ৭২ হাজার টাকার শেয়ার যা তার আগের সপ্তাহে ছিলো চার হাজার ৩০১ কোটি দুই লাখ ৫৫ হাজার টাকা। সেই হিসেবে নতুন বছরের প্রথম সপ্তাহে লেনদেন বেড়েছে এক হাজার ৯৮৬ কোটি ৫৩ লাখ ১৭ হাজার টাকার শেয়ার যা শতাংশে বেড়ে দাড়িয়েছে ৪৬.১৯ শতাংশ।

সপ্তাহ শেষে তালিকাভুক্ত এ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯২.৩৪ শতাংশ , বি ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে তিন দশমিক ৩২ শতাংশ , এন কোম্পানির শেয়ার লেনদেন শেয়ার হয়েছে দুই দশমিক ৫৮ শতাংশ এবং জেড ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে এক দশমিক ৭৬ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়ে দাড়িয়েছে ১৪৬ দশমিক ২০ পয়েন্ট  যা শতাংশে দুই দশমিক ৯০ , ডিএসইএস সূচক বেড়ে দাড়িয়েছে ৩০ দশমিক ৩৩ পয়েন্টে যা শতাংশে দুই দশমিক ৫৪ শতাংশ এবং ডিএস-৩০ সূচক বেড়ে দাড়িয়েছে ৫৩ দশমিক ৩৩ পয়েন্টে যা শতাংশে দুই দশমিক ৯৪ শতাংশ।

সপ্তাহজুড়ে ৩৩০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যার মধ্যে দর বেড়েছে ২৫১ টির, কমেছে ৬০ টির এবং অপরিবর্তিত আছে ১৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দর।