ডিএসই: সাপ্তাহিক লেনদেনের পরিমান পাঁচ হাজার ১৮৮ কোটি ২১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৭০১ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএক্স শরিয়াহ সূচক এক পয়েন্ট বা দশমিক শূন্য আট শতাংশ কমেছে। ডিএসই৩০ সূচক ১০ পয়েন্ট বা দশমকি ৪৯ শতাংশ বেড়েছে। এর আগের সপ্তাহে ডিএসইএক্স ৮৫ পয়েন্ট বা এক দশমিক ৫২ শতাংশ বেড়েছিল।

গত সপ্তাহে ডিএসইতে ৩৩৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬১টির দর কমেছে ১৪৩টির। অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির।লেনদেন হয়নি একটি কোম্পানির।

এদিকে গত সপ্তাহে মোট পাঁচ হাজার ১৮৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহে হয়েছিল ৫ হাজার ৩৭০ কোটি ৬০ লাখ টাকার। এ হিসাবে লেনদেন কমেছে তিন দশমিক ৪০ শতাংশ।

গত সপ্তাহে মোট লেনদেনের ৯২ দশমিক ২৯ শতাংশ ‘এ’ ক্যাটাগরিভুক্ত, তিন দশমিক ২৯ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, দুই দশমিক ৭৬ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং এক দশমিক ৬৬ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে হয়েছে।