Print Date & Time : 18 August 2025 Monday 11:35 am

ডিজনি হটস্টারে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল দেখলেন রেকর্ড দর্শক

শেয়ার বিজ ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম বেছে নেন অনেক মোবাইল ফোন ব্যবহারকারী। ডিজনি+ হটস্টার প্ল্যাটফর্মে এই ম্যাচ বিনা খরচে দেখা গেছে। এ কারণে ব্যবহারকারীর নিরিখে এক নতুন রেকর্ড গড়ল ডিজনি+ হটস্টার। গত রোববার ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। ওইদিন ডিজনি+ হটস্টারে প্রায় ৫৯ মিলিয়ন বা পাঁচ কোটি দর্শক খেলা দেখেছেন। খবর: ইকোনমিক টাইমস।

এর আগে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে দর্শকের নিরিখে সবচেয়ে বেশির রেকর্ড গড়েছিল ভারত ও নিউজিল্যান্ড ম্যাচটি। কিন্তু বিশ্বকাপের ফাইনালে তা ছাপিয়ে যায়। জানা গেছে, ভারত ও নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে এই প্ল্যাটফর্মে খেলা দেখেছিলেন প্রায় ৫৩ মিলিয়ন বা পাঁচ কোটি ৩০ লাখ দর্শক।

বিশ্বে সব মোবাইল ফোন ব্যবহারকারীর জন্য বিনা খরচে এই প্ল্যাটফর্ম টুর্নামেন্টটি স্ট্রিম করেছে। টুর্নামেন্টের সময় দর্শকের নিরিখে শীর্ষ রেকর্ড স্থাপন করেছে প্ল্যাটফর্মটি। এরই মধ্যে দর্শকদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া পেয়ে উৎসাহিত এই প্ল্যাটফর্ম। প্রো কবাডি লিগও এই প্ল্যাটফর্ম মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য বিনা খরচে স্ট্রিম করবে।

গত ৫ নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময় প্ল্যাটফর্মে ৪৪ মিলিয়ন বা চার কোটি ৪০ লাখ ব্যবহারকারী খেলা দেখেছিলেন। এর আগে বিশ্বকাপের একাধিক ম্যাচে বিপুলসংখ্যক দর্শক ছিলেন ডিজনি+ হটস্টারে। জানা গেছে, ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ড ও পাকিস্তানের ম্যাচে যথাক্রমে সর্বোচ্চ ৪৩ ও ৩৫ মিলিয়ন ব্যবহারকারী ছিলেন।

এর আগে জিওসিনেমায়ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সময় বিপুলসংখ্যক দর্শক দেখা গিয়েছিল। ২০২৩ সালের আইপিএল ফাইনালে গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচে ৩২ মিলিয়ন বা তিন কোটি ২০ লাখ দর্শকের স্ট্রিমিং রেকর্ড গড়েছিল জিওসিনেমা। উল্লেখ্য, এই প্ল্যাটফর্ম সব ইন্টারনেট ব্যবহারকারীর কাছে বিনা খরচে আইপিএল স্ট্রিম করেছিল।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্রমবর্ধমান স্মার্টফোনের বৃদ্ধি, মোবাইল ফোন ডেটা ব্যবহারের প্রবণতা এবং বিনা খরচে স্ট্রিমিংয়ের জন্য ডিজিটাল বিভাগে দর্শকের সংখ্যা কার্যত লাফিয়ে বাড়ছে। ডিজিটালে দর্শক গত কয়েক দিনে বিপুল সংখ্যায় বেড়েছে।

ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের (বার্ক) তথ্য অনুসারে, গত ২২ অক্টোবর ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে ডিজনি+ হটস্টার, টিভি ও দূরদর্শন মিলিয়ে প্রায় ৮০ মিলিয়ন বা আট কোটি দর্শক ছিলেন।

হিসাব অনুসারে, ডিজিটাল ও টেলিভিশন মিলিয়ে ৯ নভেম্বরের ভারত বনাম পাকিস্তান ম্যাচের সর্বোচ্চ দর্শকের সংখ্যা ছিল ৭৫ দশমিক ৫ মিলিয়ন বা সাত কোটি ৫৫ লাখ। ৯ নভেম্বর পর্যন্ত বিশ্বকাপে ভারতের ম্যাচগুলোয় টেলিভিশনে ৫০ মিলিয়ন বা পাঁচ কোটির বেশি দর্শক ছিলেন।

শুধু বিনা খরচে নয়, দর্শকদের জন্য প্রত্যেকটি ম্যাচ আরও আকর্ষণীয় করে তুলতে হটস্টার চালু করেছিল ম্যাক্স ভিউ। এই অপশনের মাধ্যমে লাইভ ফিড ট্যাব আর স্কোর বোর্ড দেখার সুযোগ করে দেয়া হয়। খেলা শুরুর আগে অ্যাপটি আপডেট করে নিলে আরও উন্নত মানের ডেটা সাশ্রয়ের অফার দেয়া হয়েছিল। ফলে ম্যাচ দেখতে খুব বেশি ইন্টারনেট খরচ হতো না। এছাড়া ম্যাচের মাঝে স্কোরবোর্ড পিল অন করে রাখলে সুবিধামতো সময়ে ম্যাচের সব আপডেট দেখার সুযোগ করে দিয়েছিল হটস্টার। তাছাড়া ইংরেজির পাশাপাশি ভাষা পরিবর্তনেরও অপশন ছিল প্লাটফর্মটিতে।

প্রসঙ্গত, ১০ নভেম্বরের বার্কের তথ্য অনুসারে, ডিজনি স্টার চ্যানেলে প্রথম ৪২টি ম্যাচের জন্য ২০১৯ সালের আগের সংস্করণের তুলনায় একই সংখ্যক ম্যাচে দর্শক আট শতাংশ কমে ৩৪৩ মিলিয়ন বা ৩৪ কোটি ৩০ লাখ হয়েছে।