Print Date & Time : 10 September 2025 Wednesday 12:38 pm

ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রতিটি দপ্তরে সেবাদানের উদ্যোগ

প্রতিনিধি, ফরিদপুর: স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে ফরিদপুর জেলা প্রশাসন। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ফরিদপুরের প্রতিটি সরকারি ও বেসরকারি দপ্তরে সেবা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল সোমবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবিরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক  মো. কামরুল আহসান তালুকদার।  আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের দপ্তরের অন্তত দুটি ডিজিটাল প্রজেক্ট তৈরি করে তাকে দেখানোর অনুরোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, সহকারী কমিশনার (আইসিটি ও প্রবাসী কল্যাণ শাখা) এএসএম শাহাদাত হোসেন, শিক্ষাবিদ মো. শাহজাহান মিয়া, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের নানা পর্যায়ের কর্মকর্তারা।