ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, ঠাকুরগাঁও : সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে মৌন প্রতিবাদ ও মানববন্ধন পালিত হয়েছে। গতকাল রোববার পৌর শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।

ঠাকুরগাঁও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে মানববন্ধন চলাকালে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথী দাসের সভাপতিত্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে যমুনা টিভির রংপুর স্টাফ করসপন্ডেন্ট মাজহারুল মান্নান ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি রহিম শুভর মুক্তির দাবি জানিয়ে দেশের সব সাংবাদিকদের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।