Print Date & Time : 8 August 2025 Friday 7:25 pm

ডিজিটাল প্ল্যাটফরমে স্বপ্নজালের ট্রেলার

শোবিজ ডেস্ক: বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব-২০১৭-এর শেষ দিনে বেঙ্গল ক্রিয়েশন্সের স্টল থেকে প্রকাশিত হলো ‘স্বজাল’-এর ট্রেলার। ‘মনপুরা’খ্যাত গিয়াস উদ্দিন সেলিমের এটি দ্বিতীয় চলচ্চিত্র। বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক ও বেঙ্গল ক্রিয়েশনসের ব্যবস্থাপনা পরিচালক লুভা নাহিদ চৌধুরী, বেঙ্গল ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক আতাউর রহমান স্বপ্নজাল ছবির ট্রেলারটি ইউটিউব ও ফেসবুকে পাবলিশের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফরমে রিলিজ করেন।

অনাড়ম্বর এ ট্রেলার প্রকাশ উপলক্ষে ছবিটির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, দর্শকরা এখন থেকে অনলাইনে ‘স্বপ্নজাল’ ছবিটির ট্রেইলারটি দেখতে পাবেন। এ সময় বেঙ্গল ক্রিয়েশন্সের ক্রিয়েটিভ পরিচালক এন রাশেদ চৌধুরী এবং ছবিটির কলাকুশলীসহ অনেকে উপস্থিত ছিলেন।