শেয়ার বিজ ডেস্ক: মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংক ২০২৪ সালের মধ্যে নিজস্ব ডিজিটাল মুদ্রা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকার সম্প্রতি এক টুইটে ডিজিটাল মুদ্রা চালু করার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা নিশ্চিত করে। খবর: রয়টার্স।
নিজস্ব ডিজিটাল মুদ্রার বিষয়ে টুইটার বার্তায় সরকার জানিয়েছে, নতুন প্রযুক্তি ও পরবর্তী প্রজন্মের পেমেন্ট স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ।
ডিজিটাল মুদ্রা আসলে কোনো ক্রিপ্টোকারেন্সি নয়। ক্রিপ্টোকারেন্সি ব্লকচেইন প্রযুক্তিতে তৈরি হয়। আর ডিজিটাল মুদ্রা হলো কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত ফিয়াট কারেন্সির ডিজিটাল রূপ। ক্রিপ্টোকারেন্সির চেয়ে ভিন্ন ডিজিটাল মুদ্রা। এ মুদ্রা নিয়ন্ত্রণ করে ব্যাংক, যা নগদ অর্থ মূল্যের সমমান। আর ক্রিপ্টোকারেন্সি ব্যক্তিগতভাবে তৈরি। এগুলো কোনো ব্যাংকিং পরিষেবার আওতাভুক্ত নয়।
তাই বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির বিপরীতে এর সমপর্যায়ের কিছু তৈরি করার চেষ্টা করছে অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক। শুধু মেক্সিকোই নয়, সদ্য সমাপ্ত বছরে নিজস্ব ডিজিটাল মুদ্রা প্রচলনের ঘোষণা দেয় ভারত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এবার সে পথে হাঁটছে মেক্সিকো।
মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংক ব্যাঙ্কো ডি মেক্সিকো (ব্যানজিকো) একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ব্যানজিকোর পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিটাল মুদ্রা চালু করার বিষয়টি এখনও গবেষণার পর্যায়ে আছে।
রয়টার্স জানায়, মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংক ২০২৪ সালের মধ্যে নিজস্ব ডিজিটাল মুদ্রা চালু করবে। নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এটি কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়। তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আলেজান্দ্রো ডি লিও এক সাক্ষাৎকারে বলেন, নীতিনির্ধারণী মহল কেন্দ্রীয় ব্যাংক থেকে ডিজিটাল মুদ্রা চালু করার বিষয়টি বিবেচনা করছিল। তবে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের আর কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
ভারতীয় রুপির ডিজিটাল সংস্করণের নাম দেয়া হয়েছে সিবিডিসি। ডিজিটাল মুদ্রাকে ব্যাংক নোটের সংজ্ঞার আওতায় আনার প্রস্তাব দেয় ভারতের কেন্দ্রীয় ব্যাংক বা রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া আরবিআই। গত বছর অক্টোবরে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি নামে এই ডিজিটাল মুদ্রা চালুর প্রস্তাব দেয় আরবিআই। রাজ্যসভার শীতকালীন অধিবেশনে এ কথা জানান দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন।
ওদিকে দু’দেশের আর্থিক লেনদেনের জন্য একই ডিজিটাল মুদ্রা আনার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ‘আবের’ নামে নতুন এই মুদ্রার মাধ্যমে দু’দেশের মধ্যে ব্লকচেইন ও ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজির মাধ্যমে লেনদেন করা যাবে। গত বছর আমিরাতে কেন্দ্রীয় ব্যাংক (ইউএইসিবি) ও সৌদি আর্থিক কর্তৃপক্ষ (সামা) এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রেমিট্যান্স ও অভ্যন্তরীণ অর্থ লেনদেনের জন্য দু’দেশের কেন্দ্রীয় ব্যবস্থা রয়েছে। এই ডিজিটাল মুদ্রা চালু হলে এসব লেনদেন অনেক সহজ হবে বলে মনে করছে দেশ দুটি। এই মুদ্রা চালু হলে দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে সবাই উপকৃত হবে বলে মনে করছে তারা।
এ বিষয়গুলো বিবেচনা করে মেক্সিকোও ডিজিটাল মুদ্রা আনছে। যাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে অথবা ব্যাংক অ্যাকাউন্ট নেই, সবাই যাতে ডিজিটাল মুদ্রা ব্যবহারের জন্য অ্যাকাউন্ট খুলতে পারে সেই চিন্তা থেকে ডিজিটাল মুদ্রার বিষয়টি সামনে আনা হয়েছে। এতে মূলধারার অর্থনীতির সঙ্গে মেক্সিকোর জনগণের আরও সম্পৃক্ততা বাড়বে।
ব্যানজিকো মনে করছে, ডিজিটাল মুদ্রার প্রচলন শুরু হলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে। নগদ অর্থের মুদ্রণ, সঞ্চয় ও ব্যাংকে পাঠানোর খরচও কমে যাবে। ফলে কমবে আর্থিক ঝুঁকি। এ পদ্ধতিতে কোন মধ্যস্থতাকারী থাকবে না। ফলে তাদের ছাড়াই আর্থিক লেনদেন করা যাবে।
তবে ডিজিটাল মুদ্রার ঝুঁকিগুলোও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় ব্যানজিকো।