সম্প্রতি সিটি ব্যাংক এবং মেঘনা ব্যাংকের মধ্যে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। এই চুক্তির আওতায় সিটি টাচ ও মেঘনা পে ওয়ালেটের গ্রাহকরা পরস্পর অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন এবং মেঘনা পে গ্রাহকেরা খুব সহজেই সিটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা মেঘনা পে অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় সিটি ব্যাংকের এএমডি শেখ মোহাম্মদ মারুফ ও মো. মাহবুবুর রহমান, ডিএমডি কাজী আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
