Print Date & Time : 30 August 2025 Saturday 10:33 pm

ডিজেএফবির নেতৃত্বে হামিদ-মাসুম-শাহীন

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সভাপতি নির্বাচিত হয়েছেন যুগান্তরের প্রতিবেদক হামিদ-উজ-জামান। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বণিক বার্তার উপ-নগর সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি নির্বাচিত হয়েছেন শেয়ার বিজের মাসুম বিল্লাহ।
আজ শুক্রবার ( ২৮ জানুয়ারি) নির্বাচনের মাধ্যমে সংগঠনটির ১১ সদস্যবিশিষ্ট কার্যনিবাহী নতুন কমিটি গঠিত হয়।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক হয়েছেন জাগোনিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক মফিজুল সাদিক। নির্বাচিত অন্যরা হলেন অর্থ সম্পাদক পদে সাইদ রিপন (ঢাকা পোস্ট), দপ্তর সম্পাদক পদে এমআর মাসফি (সময়ের আলো) এবং প্রচার ও গবেষণা সম্পাদক পদে হাসিবুল ইসলাম (রাইজিংবিডি)।
বিকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
নির্বাচনে ৫৩ সদস্যর মধ্যে ৫২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সর্বোচ্চ ৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাহীন। সাংগঠনিক সম্পাদক পদে জুবায়ের ফয়সাল (সময় টেলিভিশন), সদস্য পদে মোহাম্মদ জাকারিয়া (বিজনেস পোস্ট), তানজিলা খানম নিঝুম (মোহনা টেলিভিশন) ও সুশান্ত সিনহা (দেশ টিভি) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সহসভাপতি এবং বার্তা সংস্থা এএফপির ব্যুরো চিফ মুহাম্মদ সফিকুল আলম। নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব ও বিডি নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক মইনুল হক চৌধুরী।
শেয়ার বিজ/এসএটি