Print Date & Time : 2 September 2025 Tuesday 1:45 am

ডিজেল পেল শ্রীলঙ্কা

শেয়ার বিজ ডেস্ক: প্রতিশ্রুতি অনুযায়ী ১০০ কোটি ডলার দিয়েছে ভারত, যা দিয়ে ৪০ হাজার টন ডিজেল কিনল শ্রীলঙ্কা। জাহাজভর্তি এই তেল দেশটির রাজধানী কলম্বোর বন্দরে পৌঁছেছে। খবর: এনডিটিভি।

দুই সপ্তাহের বেশি সময় ধরে ডিজেলের জন্য হাহাকার চলছিল শ্রীলঙ্কায়। গতকাল ৪০ হাজার টন ডিজেল নিয়ে একটি জাহাজ কলম্বোর বন্দরে পৌঁছায়। গত সন্ধ্যার মধ্যেই রাজধানী থেকে দেশটির সব এলাকায় ডিজেল পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার কর্মকর্তারা।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে আসায় আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি কিনতে পারছিল না শ্রীলঙ্কা। দেশটির বাস ও বাণিজ্যিক যানবাহনের প্রধান জ্বালানি ডিজেল। অথচ দ্বীপজুড়ে তেলের স্টেশনগুলোয় ডিজেল পাওয়া যায়নি। তাই ডিজেলের অভাবে ব্যাহত হচ্ছিল দেশটির স্বাভাবিক জনজীবন। এর অভাবে বিদ্যুৎকেন্দ্রগুলোয় উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পায়। ফলে প্রায় এক মাস ধরে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে বাধ্য হয়েছেন জনসাধারণ।

দেশটির ৪০ শতাংশের বেশি বিদ্যুৎ জলবিদ্যুৎ থেকে উৎপাদিত হলেও চলতি বছর বৃষ্টিপাত কম হওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে বলে জানান কর্মকর্তারা।

ডিজেল ও বিদ্যুতের অভাবে দেশটির অধিকাংশ হাসপাতাল সার্জারি বন্ধ রেখেছিল। এমনকি দেশটির সড়কবাতিগুলো পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছিল বিদ্যুৎ সাশ্রয়ের জন্য।

শ্রীলঙ্কার বিদ্যুৎমন্ত্রী পাভিত্রা ওয়ানিয়ারাচ্চি বলেন, ডিজেলের এই চলানটি দিয়ে আমরা লোডশেডিং কমাতে পারব, কিন্তু আগামী মে মাসের আগ পর্যন্ত এই সমস্যা থেকে মুক্তি সম্ভব হবে না।

ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের কারণে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বিক্ষোভে প্রায় দিনই রাস্তায় নেমে আসছেন হাজারো মানুষ। গত বৃহস্পতিবার একটানা ১৩ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকার পর মিরিহানা জেলায় শত বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপক্ষের বাসভবনের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। তাই জননিরাপত্তা, জনশৃঙ্খলা রক্ষা এবং সরবরাহ ও প্রয়োজনীয় পরিষেবাগুলোর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার স্বার্থে প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপক্ষে দেশব্যাপী জরুরি অবস্থা জারি করেছেন।