গৃহঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ) সম্প্রতি খুলনা শহরে শাখা উদ্বোধন করেছে। ডিবিএইচের নতুন এ শাখাটি শহরের প্রাণকেন্দ্র কেডিএ মজিদ স্মরণীর রাজ স্কয়ারে অবস্থিত। ডিবিএইচের ব্যাবস্থাপনা পরিচালক নাসিমুল বাতেন শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে খুলনা শহরের আবাসন খাতের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ডিবিএইচের ডিএমডি একেএম তানভীর কামাল, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রিকভারি সাইয়াফ এজাজ, হেড অব লোন সেলস মো. গোলাম রসুল সেলিম, হেড অব ডিপোজিট সাবেদ বিন আহসান, কোম্পানি সেক্রেটারি জসিম উদ্দিন, ব্রাঞ্চ ইনচার্জ প্রদীপ কৃষ্ণ মণ্ডল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 11 September 2025 Thursday 1:03 pm
ডিবিএইচের খুলনা শাখা উদ্বোধন
করপোরেট কর্নার ♦ প্রকাশ: