নিজস্ব প্রতিবেদক: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ) ও ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন: তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৮২ পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ৮৩ পয়সা। অর্থাৎ ইপিএস এক পয়সা কমেছে। তিন প্রান্তিকে বা ৯ মাসে ইপিএস হয়েছে ছয় টাকা ৬৫ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ছয় টাকা ৫৯ পয়সা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৪১ পয়সা, যা আগের বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল ৩৪ টাকা ৫৬ পয়সা।
২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে ইপিএস করেছে সাত টাকা ৭৯ পয়সা ও এনএভি ৩৫ টাকা ৭৬ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ৯৪ কোটি ৯০ লাখ টাকা।
২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১২১ কোটি ৮৫ লাখ ২০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ৩০৮ কোটি ৪১ লাখ টাকা। কোম্পানিটির ১২ কোটি ১৮ লাখ ৫১ হাজার ৮৪৩টি শেয়ার রয়েছে।
ফিনিক্স ইন্স্যুরেন্স: তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৭৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৭০ পয়সা। অর্থাৎ ইপিএস আট পয়সা বেড়েছে। তিন প্রান্তিকে বা ৯ মাসে ইপিএস হয়েছে এক টাকা ৯৬ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল দুই টাকা ২৬ পয়সা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এনএভি দাঁড়িয়েছে ৩৯ টাকা ১১ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ৩৯ টাকা ৩১ পয়সা।
১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪০ কোটি ৩৪ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১৩০ কোটি ৩৭ লাখ টাকা।
কোম্পানির মোট চার কোটি তিন লাখ ৪১ হাজার ৫৭২টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী মোট শেয়ারের মধ্যে ৪৬ দশমিক ৬৫ শতাংশ শেয়ার উদ্যোক্তা ও পরিচালকদের, প্রাতিষ্ঠানিক ৩১ দশমিক ২২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে।
