দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য টেকসই অর্থায়নের সুযোগ করে দেয়া এবং গ্রাহকদের বিমা পলিসিতে অধিকতর রিটার্ন দানের লক্ষ্যে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) ইস্যুকৃত জিরো কুপন বন্ডে ১১৬ কোটি টাকার বিনিয়োগ করেছে মেটলাইফ বাংলাদেশ। মেটলাইফ এ বন্ডের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শতভাগ মালিকানাধীন সাবসিডিয়ারি ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এই বন্ড ইস্যু করার ক্ষেত্রে লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে। এই বন্ডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশের ডিজিএম আলাউদ্দিন, ডিবিএইচের এমডি নাসিমুল বাতেন, ইউসিবি ইনভেস্টমেন্টের এমডি তানজিম আলমগীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

Print Date & Time : 2 September 2025 Tuesday 3:34 am
ডিবিএইচ বন্ডে ১১৬ কোটি টাকা বিনিয়োগ করছে মেটলাইফ
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: