Print Date & Time : 29 August 2025 Friday 9:34 pm

ডিবিবিএল কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: ডাচ্-বাংলা ব্যাংকের (ডিবিবিএল) এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার নাম মোহাম্মদ মহসিন শেখ। ডিবিবিএলের টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। গতকাল দুদকের উপপরিচালক রফিকুজ্জামান মামলাটি দায়ের করেছেন।

এজাহারে বলা হয়েছে, মোহাম্মদ মহসিন শেখ ডিবিবিএল ঢাকার ইপিজেড ও শফিপুর এসএমই/এগ্রিকালচার শাখায় ডেপুটি ম্যানেজার ও ম্যানেজার হিসেবে ছিলেন। ওই সময়ে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন জিএল অ্যাকাউন্ট ডেবিট করেন তার নিজের হিসাব নম্বরে ১ কোটি ৫৩ লাখ ৪০ হাজার ৪৩৩ টাকা, ভাতিজার হিসাব নম্বরে ২ কোটি ৩১ লাখ ৭০ হাজার ৬১৪ টাকা, স্ত্রীর হিসাবে ১ কোটি ৬৫ লাখ টাকা ও শ্যালকের হিসাবে ২ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ৯৬৭ টাকাসহ মোট ৬ কোটি ৬৬ লাখ ৭৫ হাজার ১৪ টাকা স্থানান্তর করে আত্মসাৎ করেন। পরে তিনি দায় স্বীকার করে ৪ কোটি ১ লাখ টাকা ব্যাংককে ফেরত দেন। বাকি ২ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার ৫১৪ টাকা আত্মসাৎ করেন। ২০১৭ সালের জুন থেকে ২০১৯ সালের আগস্ট মাসে এ ঘটনা ঘটেছে। ব্যাংকের অভ্যন্তরীণ দুটি তদন্ত প্রতিবেদনেও একই তথ্য উঠে এসেছে।

এজাহারে আরও বলা হয়, বিভিন্ন জিএল অ্যাকাউন্ট ডেবিট করে তিনি এসব টাকা আত্মসাৎ করেন। এসব করতে তিনি নিজের, আবদুল কাইউম ও রেজাউল করিমের অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করেন। আত্মসাতের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাটি দায়ের করা হয়। দুদক সূত্র জানিয়েছে, এ ঘটনায় মোহাম্মদ মহসিন শেখকে চাকরিচ্যুত করা হয়েছে।