Print Date & Time : 10 September 2025 Wednesday 3:50 pm

ডিমের দামে কারসাজি করায় জরিমানা

প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে ডিমের দামে কারসাজি করার অভিযোগে অ্যাডভান্সড পোলট্রি অ্যান্ড ফিশ ফিড লিমিটেডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলার বাইপাস সড়ক এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ডিমের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে ডিমের আড়ত ও ডিপোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিমের দামে কারসাজি করা, ডিমের বিক্রয় রশিদে মূল্য না থাকা এবং মূল্যতালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে ফরিদপুর সদর উপজেলার বাইপাস সড়কে অ্যাডভান্সড পোলট্রি অ্যান্ড ফিশ ফিড লিমিটেডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও হ্যালিপোর্ট বাজারে ডিম, পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজারদর তদারকি করা হয়েছে।

এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান, নিরাপদ খাদ্য পরিদর্শক, সিভিল সার্জন অফিস এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।