Print Date & Time : 27 August 2025 Wednesday 1:27 pm

ডিলিট করুন মেসেঞ্জারের মেসেজ

সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া অ্যাপের মধ্যে অন্যতম ফেসবুক মেসেঞ্জার। প্রায়ই নতুন আপডেট নিয়ে হাজির হয় এটি। এরই ধারাবাহিকতায় এবার মেসেজ মুছে দেওয়ার অপশন নিয়ে আসছে জনপ্রিয় এই মেসেঞ্জারটি।
ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে এমন কেউ কি আছেন, যিনি মেসেঞ্জার ব্যবহার করেননি? প্রয়োজনে এ অ্যাপটি ব্যবহার করতে হয় সব ব্যবহারকারীকেই। অনেক সময় অনাকাক্সিক্ষত মেসেজ আদান-প্রদান করা হয় এখানে। তখন দুশ্চিন্তার মাত্রা বেড়ে যায়। সে অবস্থা থেকে মুক্তি মিলবে এবার। চাইলেই আপনার মেসেজ ডিলিট করে দিতে পারবেন।
চ্যাট ট্রেডে পাঠানো যে কোনো মেসেজ ১০ মিনিট পর মুছে ফেলা যাবে। চ্যাট ট্রেডে ভুলবশত পাঠানো মেসেজ, ছবি কিংবা ডকুমেন্টস পাঠিয়ে দেওয়ার পর তা মিনিট দশেকের মধ্যে ডিলিট করা যাবে।
২০১৮ সালের অক্টোবরে এ ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা কতটুকু উপকৃত হবে, সেজন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।