Print Date & Time : 28 August 2025 Thursday 6:38 pm

ডিসেম্বরে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল

ক্রীড়া ডেস্ক : দীর্ঘ ৭ বছর পর আবারও বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আগামী ১ ডিসেম্বর বাংলাদেশে আসছে দলটি। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর দিয়েছে বিসিবি।

সফর শুরু হবে ওয়ানডে দিয়ে। তিনটি ওয়ানডেই খেলা হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দুই টেস্টের প্রথমটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরে।

ভারতের বাংলাদেশ সফর নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘সম্প্রতি বাংলাদেশ-ভারত ম্যাচগুলো দারুণ লড়াইয়ের জন্ম দিয়েছে। দুই দেশের সমর্থকরাই এই স্মরণীয় সিরিজের জন্য মুখিয়ে আছে। আমি ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিসিবির সঙ্গে সিরিজের সূচি নির্ধারণ নিয়ে কাজ করার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমরা ভারতকে বাংলাদেশে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।’

একনজরে ভারত-বাংলাদেশ ম্যাচের সফরসূচি :
৪ ডিসেম্বর ১ম ওয়ানডে
৭ ডিসেম্বর ২য় ওয়ানডে
১০ ডিসেম্বর ৩য় ওয়ানডে
১৪-১৮ ডিসেম্বর ১ম টেস্ট
২২-২৬ ডিসেম্বর ২য় টেস্ট