Print Date & Time : 28 August 2025 Thursday 11:05 am

ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না : পিডিবির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেছেন, আগামী ডিসেম্বর মাস থেকে দেশে লোডশেডিং থাকবে না।

শুক্রবার রাজধানীর রমনায় আইইবি’র তড়িৎকৌশল বিভাগ আয়োজিত পেপার মিট-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

মাহবুবুর রহমান বলেন, ডলারের সংকট আছে, সঙ্গে আছে জ্বালানি সংকট। বিদ্যুতের বর্তমান পরিস্থিতি সাময়িক। শীতে বিদ্যুতের চাহিদা কমে আসবে। কয়লা বিদ্যৎকেন্দ্রও চালু হবে। আমরা আশা করছি, আগামী ডিসেম্বর মাস থেকে এমন পরিস্থিতি থাকবে না।

তিনি বলেন, দেশে যত শিল্পকারখানা বাড়বে বিদ্যুতের চাহিদাও ততই বাড়বে। বিষয়গুলো বিবেচনায় রেখে মাস্টার প্ল্যান নিয়ে কাজ হচ্ছে। সেক্ষেত্রে বড় সমাধান হতে পারে সোলার। চাহিদার বড় একটি অংশ সোলার দিয়ে মোকাবিলা করার চেষ্টা চলছে।

দেশের মানুষকে বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি।