Print Date & Time : 6 July 2025 Sunday 3:27 am

ডিসেম্বর ধরেই নির্বাচনের পথে এগোচ্ছে ইসি : আনোয়ারুল ইসলাম

শেয়ার বিজ ডেস্ক : ডিসেম্বর মাস ধরেই নির্বাচনের পথে এগোচ্ছে কমিশন- এ কথা জানিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কিত নয় ইসি।

অাজ বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ নির্বাচন কমিশনার বলেন, আগস্ট-সেপ্টেম্বরের মধ্যেই হবে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে হবে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হবে, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন এবং জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।

তফসিলের আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে চায় ইসি-এ কথা জানিয়ে আনোয়ারুল ইসলাম আরও বলেন, ডিসেম্বর ধরেই নির্বাচনের পথে এগোচ্ছে কমিশন।

রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বৃদ্ধির চিন্তা এখনও করছে না ইসি বলেও জানান তিনি।

তিনি বলেন, ডিসেম্বর মাস ধরেই নির্বাচনের পথে এগোচ্ছে কমিশন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কিত নয় ইসি। আর ডিসেম্বরে নির্বাচন হলে পরিস্থিতি আরও উন্নতি হবে।