ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৭ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৭ জন। তাদের মধ্যে ঢাকায় ২০ জন। ঢাকার বাইরে সাতজন নতুন রোগী ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০১ জন। চলতি মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৪৬ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ই-এমআইএস ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৮ হাজার ৬৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ১০১ জন। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৮০১ জন।

এদিকে চলতি বছর আক্রান্ত ডেঙ্গুরোগীর মধ্যে জানুয়ারিতে ৩২, ফেব্রুয়ারিতে ৯, মার্চে ১৩, এপ্রিলে তিন, মে মাসে ৪৩, জুনে ২৭২, জুলাইয়ে দুই হাজার ২৮৬, আগস্টে সাত হাজার ৬৯৮, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১, অক্টোবরে পাঁচ হাজার ৪৫৮, নভেম্বরে তিন হাজার ৫৬৭ ও এক থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৮৪৬ জন হাসপাতালে ভর্তি হন।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০১ জন মারা গেছেন। তাদের মধ্যে জুলাইয়ে ১২, আগস্টে ৩৪, সেপ্টেম্বরে ২৩, অক্টোবরে ২২, নভেম্বরে সাত ও ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনজনের মৃত্যু হয়।