Print Date & Time : 11 September 2025 Thursday 2:57 pm

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ১৭২ জন

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ১৭ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন।  আর হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৩৭৭ জন। গত ২৪ ঘণ্টায় (১৭ অক্টোবর সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭২ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩০ জন, আর বাকি ৪২ জন দেশের অন্যান্য বিভাগে।

গতকাল ডেঙ্গু-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুম জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট রোগী ভর্তি আছেন ৮১৫ জন। তাদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৩০ জন আর অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৮৫ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২১ হাজার ৫৭৪ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৬৭৬ জন, আর চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ জন।