Print Date & Time : 10 September 2025 Wednesday 8:15 am

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৮৭ জন

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা-শনিবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৫৭ জন। ঢাকার বাইরে ৩০ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুম জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৪২৮ জন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ভর্তি ৩২০ জন। ঢাকার বাইরে অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি ১০৮ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২৭ হাজার চারজন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৬ হাজার ৪৭৮ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত মারা গেছেন ৯৮ জন।