ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯

নিজস্ব প্রতিবেদক : ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। একই সময় আরও ১৫৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া দুজনই পুরুষ, যাদের একজনের বয়স ৭২ ও অন্যজনের ৫০।

প্রতিবেদনে বলা হয়, গতকাল ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে বরিশালের হাসপাতালগুলোয় সবচেয়ে বেশি ১০৭ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় ২১ জন, (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ছয়জন ও সিলেট বিভাগে দুজন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। যারা মারা গেছেন তাদের মধ্যে রয়েছেন ২২ পুরুষ ও ১৮ নারী। আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২২২ জন।