Print Date & Time : 29 August 2025 Friday 12:59 am

ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু, ঢাকাতেই ৮ জন

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। ঢাকাতেই মৃত্যু হয়েছে ৮ জনের। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ১৪৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৭৩ জন।

শুক্রবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন ২০২২ সালে ডেঙ্গুতে মারা যান। ওই বছরের শেষ মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭ জনের। ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।