Print Date & Time : 4 September 2025 Thursday 8:07 pm

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু চারজনই ঢাকায়

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহজুড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও তা ঠেকানো যাচ্ছে না; সবশেষ ২৪ ঘণ্টায় আরও মারা গেছেন ছয়জন। এডিস মশাবাহিত এ রোগে নভেম্বরের ১৯ দিনেই এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৫ জনের। চলতি বছর এ সংখ্যা দাঁড়াল ২২৬ জন, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীদের নিয়ে দেশে এ বছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ১৬১ জন হয়েছে।
হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে এবারই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য।

গত এক দিনে যে ছয়জনের মৃত্যু হয়েছে তাদের চারজন ঢাকার। এছাড়া একজন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।
দেশে এ পর্যন্ত যে ২১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেনÑতাদের মধ্যে ১৩৫ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকা বিভাগের নরসিংদী ও মানিকগঞ্জে একজন করে মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ জনের মৃত্যু হয়েছে।