Print Date & Time : 10 August 2025 Sunday 3:07 am

ডেঙ্গুতে দুই সপ্তাহে মৃত্যু ১৮০

নিজস্ব প্রতিবেদক: দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৬৩ জন রোগী; তাতে গত দুই সপ্তাহে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২০৮ জন। আর গত এ কদিনে ১১ জনের মৃত্যু হয়েছে; সব মিলিয়ে অক্টোবরের ১৫ দিনে মারা গেছেন ১৮০ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন আক্রান্তদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৬১৪ জন। এদের মধ্যে এ সময়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৬৯-এ। তাদের মধ্যে ৭৩০ জন ঢাকার, ৪৩৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে মারা গেছে। এ বছর হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন জেলায় এ সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৬০৯ এবং ঢাকার হাসপাতাল ভর্তি হন ৯২ হাজার ৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ১৭৪ জন। এর মধ্যে ঢাকায় ২৪১০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫৭৬৪ জন।

মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, আগস্টে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বর মাসে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়।

জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, আগস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বর মাসে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।