Print Date & Time : 21 July 2025 Monday 11:30 pm

ডেঙ্গুতে মৃত্যু ১৫০০ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক: সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (এক দিনে) সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৪৯৬ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় সাতজন এবং ঢাকার বাইরে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এ সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৪৭০ রোগী। আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৫১ জন।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট পাঁচ হাজার ৯০৫ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৫৫৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে চার হাজার ৩৫০ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারদেশে এখন পর্যন্ত দুই লাখ ৯৫ হাজার ৪২ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় এক লাখ চার হাজার ২২৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন এক লাখ ৯০ হাজার ৮১৫ জন।

আক্রান্ত রোগীদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ৮৭ হাজার ৬৪১ জন। এর মধ্যে ঢাকায় এক লাখ এক হাজার ৮০০ এবং ঢাকার বাইরে এক লাখ ৮৫ হাজার ৮৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক হাজার ৪৯৬ জনের মৃত্যু হয়েছে।