Print Date & Time : 11 September 2025 Thursday 3:00 am

ডেঙ্গুতে ১২ দিনে ১৩ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অক্টোবরে ১২ দিনে ১৩ জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন আড়াই হাজারের বেশি রোগী। গতকাল ডেঙ্গু-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১১ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন। বাকিরা দেশের অন্যান্য বিভাগে। ২১১ জনকে নিয়ে চলতি মাসের প্রথম ১২ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন মোট দুই হাজার ৫৩২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট রোগী ভর্তি হয়েছেন ৯২৮ জন। তাদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬৬ জন, আর অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন ১৬২ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২০ হাজার ৭২৯ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৭১৯ জন আর চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন।