Print Date & Time : 8 July 2025 Tuesday 5:42 am

ডেঙ্গুতে ৪ মৃত্যু, ভর্তি রোগী ৯৮ হাজার ছাড়াল

শেয়ার বিজ ডেস্ক: দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৪১ জন।

এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৯৮ হাজার ১৮৮ জন হল। আর মৃত্যু হয়েছে ৫৪৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৮৭ জন, ঢাকা বিভাগে ৬১ জন, ময়মনসিংহে ৮ জন, চট্টগ্রামে ২১ জন, খুলনায় ৪৪ জন, রাজশাহীতে আট জন, রংপুর বিভাগে একজন, বরিশাল বিভাগে নয় জন এবং সিলেট বিভাগে দুইজন ভর্তি হয়েছেন।

গত একদিনে যাদের মৃত্যু হয়েছে তাদের চারজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৫ হাজার ৮৬১ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৮২ জন।

তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৬৯৬ জন; আর ১ হাজার ৮৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৮ হাজার ৯১৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ২৭১ জন।

ডিসেম্বরের প্রথম ১৩ দিনে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ৭১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন আর মৃত্যু হয়েছে ৫৭ জনের।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।