Print Date & Time : 17 August 2025 Sunday 1:32 pm

ডেঙ্গু আক্রান্ত আরও ৫৮ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন। তার আগের দিন ১১৮ জন রোগী ভর্তির কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৫৮ জনের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ভর্তি আছেন ৫৬ জন। ঢাকার বাইরের হাসপাতালে দুজন।

কন্ট্রোল রুম জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৪৪৬ জন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ভর্তি আছেন ৩৩৬ জন। ঢাকার বাইরে অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ১১০ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২৬ হাজার ৯১৭ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৬ হাজার ৩৭৩ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৯৮ জনের মৃত্যু হয়েছে।