Print Date & Time : 8 July 2025 Tuesday 5:06 am

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩১০ জন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১০ জন। এর মধ্যে ঢাকায় ১৯৭ জন এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ১১৩ জন ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট দুই হাজার ৭১৫ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার ৫১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৯১৬ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৭৯৯ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২৩ হাজার ৫৯২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৭ হাজার ৪৫৬ জন এবং ঢাকার বাইরে আছেন ছয় হাজার ১৩৬ জন। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৯৪ জন। এর মধ্যে ঢাকায় ১৫ হাজার ৪৯৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ২৯৯ জন।