নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত) মোট ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ঢাকায় ৩ জন এবং ঢাকার বাইরে ৩ জন নতুন রোগী ভর্তি হন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ৩৪ জন রোগী ভর্তি হন। আর ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ১৩ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ২১ জন।
১ জানুয়ারি থেকে গতকাল ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ৬২৮ জন। এর মধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ৩০২ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ৩২৬ জন। এ পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত ৫৮৬ জন ছাড়প্রাপ্ত নিয়ে বাড়ি ফিরে গেছেন। এর মধ্যে ঢাকায় ২৮৪ জন, ঢাকার বাইরে ৩০২ জন।