নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুমন চন্দ্র নামের একজন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মারা গেছেন। শুক্রবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এই সহকারী কর্মকর্তা ঢাকা (দক্ষিণ) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে কর্মরত ছিলেন। এই কমিশনারেটের কমিশনার ড. এসএম হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

কমিশনার জানিয়েছেন, সুমন চন্দ্র এই কমিশনারেটের সদর দপ্তরে (নিরীক্ষা শাখা) কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। পরে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমন চন্দ্র মারা যায়। এই কর্মকর্তা ১৯৮৩ সালের ১০ আগস্ট পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। মৃত্যুকালে তিনি তিন মাসের একটি অবুঝ শিশু সন্তান ও বিধবা স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ), ঢাকায় কর্মরত সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। একই সঙ্গে তার স্বর্গীয় আত্মার শান্তি কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বলে জানিয়েছেন কমিশনার।
সহকারী রাজস্ব কর্মকর্তা সুমন চন্দ্র এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশন (বাকাএভ)। বাকাএভ আহবায়ক খন্দকার লুৎফল আজম, সদস্য সচিব মো. মজিবুর রহমান এক শোক বার্তায় মেধাবী এই কর্মকর্তার আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি এই কর্মকর্তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সন্তান-সন্ততিসহ সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।