Print Date & Time : 4 September 2025 Thursday 4:34 pm

ডেঙ্গু ডেডিকেটেড হচ্ছে ডিএনসিসি কোভিড হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক: দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। দিন দিন মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। দেশের অন্যান্য জেলার তুলনায় রাজধানী ঢাকাতেই ডেঙ্গু সংক্রমণ সবচাইতে বেশি। তাই তো পরিস্থিতি সামাল দিতে ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে।

বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (সিডিসি) শাখার উপপরিচালক ডা. শফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে মৌখিকভাবে দেওয়া হয়েছে ঘোষণা। ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি শুরু হয়েছে।

তিনি আরো বলেন, হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা করার জন্য পর্যাপ্ত লোকবল ও সরঞ্জামের ব্যবস্থা এখনো হয়নি। এটা হলে শিগগির পুরোপুরি ডেঙ্গু ডেডিকেটেড হিসেবে হাসপাতালটিকে ঘোষণা করা হবে।